এ.এস.জুয়েল :
এবার অমর একুশে বইমেলায় হায়দার বসুনিয়ার দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বই দুটি হচ্ছে, ‘অমোঘ সায়াহ্ন’ এবং ‘হংস সংলাপ ও রঙিন চশমা’। বই দুটি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন প্রকাশনী। কবিতার বই দুটির প্রচ্ছদ করেছেন নাসিম আহমেদ। বই দুটির মূল্য যথাক্রমে ১৫০ টাকা। বই দুটি পাওয়া যাবে বইমেলার ৪৭৫-৪৭৮ নম্বর স্টলে।
হায়দার বসুনিয়া বলেন, “হংস সংলাপ ও রঙিন চশমা” তে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে, হংসকে অবহেলা করা যায় না । তাদের অবহেলা করলেও তারা মানুষের চেয়েও বেশি সুখি। আর, অমোঘ সায়াহ্ন মানব জীবনে আসবেই, উপায় নাই, এটা মেনে নিতে হবে ।
পাঠকদের কছে কেমন লাগবে আপনার কবিতার বই এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, Man is blind to his own fault. কবিতা কেমন লাগবে এটা পাঠকরা বিচার করবে ।