নিউজ ডেস্কঃ
উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নে বাল্যবিয়ে বন্ধে এসএমএসের মাধ্যমে বয়স যাচাই করণের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় দলদলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার রায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার। দিনব্যাপী এই প্রশিক্ষণে ইউনিয়নের ২৮ জন ইমাম, পুরোহিত ও ঘটক অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮শ ৭০ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।উল্লেখ্য কুড়িগ্রাম জেলায় ২০২১ সালের মধ্যে ১৫ বছরের নীচে বাল্যবিয়েকে শুন্য করা এবং ১৮ বছরের নীচে মেয়ে শিশুদের বিয়ের হার এক-তৃতীয়াংশে নামিয়ে আনার লক্ষে “বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি সম্পন্ন হচ্ছে।