নিউজ ডেস্ক:
উলিপুরে নিকাহ নিবন্ধক ব্যতিত যারা বিবাহ পড়িয়ে থাকেন এমন ব্যক্তিদের বাল্যবিবাহ নিরোধ আইন ও মোবাইল ফোনের মাধ্যমে ১৬১০০ নাম্বার ব্যবহার করে বয়স যাচাইকরণের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম আর্থিক এবং সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সংস্থার হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মর্তুজা আল-মুঈদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবীর, আরডিআরএস বাংলাদেশ বিবিএফজি প্রকল্পের উপজেলা কো-অডিনেটর আরিফ-উজ-জামান, ফিল্ড ফ্যাসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি, মানবী রায় সহ ঈমাম, পুরোহিত, ঘটকরা উপস্থিত ছিলেন।