লাইফস্টাইল ডেস্ক:
দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ার কারণে কাঁচিতে মরিচা পড়ে গেছে? কাঁচি নতুন করে ধারালো করার জন্য কয়েকটি ট্রিকস মানতে পারেন। ফল পাবেন সঙ্গে সঙ্গে। জেনে নিন পুরোনো কাঁচি কীভাবে ধারালো করবেন।
১.অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ভাঁজ করে নিন। ৬ লেয়ারে ভাঁজ করে কাঁচি দিয়ে কাটুন। কাঁচির ব্লেড যেন সম্পূর্ণভাবে স্পর্শ করে সেদিকে লক্ষ রাখবেন। বারকয়েক কেটে পরীক্ষা করে দেখুন। ধারালো না হলে আরও কয়েকবার একইভাবে কেটে নিন ফয়েল পেপার
২.শিরিষ কাগজ ভাঁজ করে কাটুন। ধারালো হবে কাঁচি।
৩.স্টিলের উল কাটতে পারে কাঁচি দিয়ে। মেটালের সংস্পর্শে কাঁচি ধারালো হয়ে উঠবে।
তথ্য: হাফিংটন পোস্ট