আব্দুল মালেকঃ
উলিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার উলিপুর সিনেমা হল চত্বরে চায়না এইড, ইউনাইটেড ন্যাশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর অর্থায়নে ও গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর বাস্তবায়নে, ‘চায়না ইউএনডিপি বাংলাদেশ ইমার্জেন্সি রিস্পর্ন্স ইনিশিয়েটিভ ফর আগষ্ট-২০১৭ ফ্লাড প্রজেক্ট’ উপজেলার থেতরাই, দলদলিয়া, পান্ডুল ও তবকপুর ইউনিয়নের ৩’শ ৫৪ পরিবারের জনপ্রতি ২ বান্ডিল ঢেউটিন, একটি ট্রাংক, একটি স্কুল ব্যাগ, ঢাকনাসহ পাতিল ২টি, মশারী একটি, বিছানার চাদর একটি, কম্বল ২টি ও একটি হাতকরাত বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মর্তুজা আল মুঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা অফিসার ডাঃ এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী, এমপি প্রতিনিধি সফিকুল ইসলাম দারা, থেতরাই ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি, পান্ডুল ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল জব্বার মঙ্গা, ও তবকপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপ-সহকারি মেডিকেল অফিসার মোঃ জসিম উদ্দিন, দলদলিয়া ইউপি’র সংরক্ষিত ইউপি সদস্য বেগম সামছুন্নাহার, সংস্থার জেলা কো-অডিনেটর মহিরুল ইসলাম তুষার, উপজেলা কো-অডিনেটর শামছুন্নাহার মুক্তি, ফিল্ড ফ্যাসিলিটেটর শহিদুল ইসলাম, রোজিনা বেগম, রহিমা বেগম, যুগল চন্দ্র প্রমূখ।