নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রশস্ত হতে যাচ্ছে কুড়িগ্রাম-রাজারহাট-তিস্তা সড়ক। সড়ক ও জনপথ বিভাগ কুড়িগ্রামের অধীনে আগামী অর্থবছর এ কাজ শুরু হবে বলে নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগ কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আবুল বরকত মো. খুরশীদ আলম।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম শহরের ত্রি-মোহনী মোড় থেকে রাজারহাট হয়ে তিস্তা পর্যন্ত প্রায় ১৯ দশমিক ০৯ কিলোমিটার সড়কের প্রশস্ত করার কাজের অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৮ মে পরিকল্পনা মন্ত্রণালয় এ কাজের প্রাক্কলন অনুমোদন করেছে। ফলে সব কিছু ঠিক থাকলে আগামী অর্থ বছরে সড়কটি প্রশস্তকরণের কাজ শুরু হবে। দুই বছর মেয়াদী ১২ ফিট থেকে ১৮ ফিট প্রশস্তকরণ এ কাজে ব্যায় ধরা হয়েছে প্রায় ৪৯ কোটি ৮৬ লাখ টাকা।
কুড়িগ্রাম থেকে রাজারহাট উপজেলায় প্রবেশের এই প্রধান সড়কটি নানা কারণে জেলার সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ। রাজারহাট উপজেলায় প্রবেশ ছাড়াও এই সড়ক দিয়ে তিস্তা হয়ে রংপুর যেতে প্রায় ৬ কিলোমিটার দূরত্ব কম। দূরত্ব ও সময় কম লাগার কারণে অনেকের কাছে এই সড়কটির গুরুত্ব অনেক। গুরুত্ব ও কুড়িগ্রামবাসীর দাবির প্রেক্ষিতে কুড়িগ্রাম সফরে সড়ক প্রশস্ত করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, ‘এ প্রকল্পটি কুড়িগ্রামকে অন্য জেলার সমান উন্নত করতে প্রাধানমন্ত্রীর প্রয়াস। তিনি শুধু কুড়িগ্রামের দারিদ্র বিমোচনেরই উদ্যোগ নেননি, পাশাপাশি তিনি এই জেলার রেল ও সড়ক যোগাযোগের উন্নয়নেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।’
তিনি আরও বলেন, ‘সড়কটি প্রশস্ত হলে জেলার মানুষের যোগাযোগ দুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি অন্য জেলার সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং জেলার মানুষের উন্নয়ন তরান্বিত হবে।’
এ ব্যাপারে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল বরকত মো. খুরশীদ আলম ট্রিবিউনকে বলেন, ‘এটি মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত একটি প্রকল্প। এটি বাস্তবায়ন হলে কুড়িগ্রাম থেকে রাজারহাট হয়ে তিস্তা ও রংপুরের যোগাযোগ অনেকটাই সহজ হবে। আমরা আশা করছি আগামী অর্থ বছর থেকেই দু’বছর মেয়াদী এই প্রকল্পের কাজ শুরু করতে পারবো।’
সুত্রঃ banglatribune