তুমি ছুঁয়ে দিলে
(সাব্বির নাইম)
বুকের ভেতর মশাল জ্বেলে আমি প্রতিক্ষায় আছি
একটি শীতকালীন আগুনঝরা রাত্রির,
যে রাত্তিরে তুমি সমস্ত একরোখা জেদ পেছনে ফেলে
ছুটে আসবে ভালোবাসার ছোঁয়ায়, ছুঁয়ে দিতে।
তুমি ছুঁয়ে দিলেই নিভবে মশাল বুকের,
তুমি ছুঁয়ে দিলেই আমার আজন্মের প্রতিক্ষা হবে শেষ,
তুমি ছুঁয়ে দিলেই আমি উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানো
বন্ধ করে, স্বপ্ন দেখবো একটা পুতুল খেলার সংসারের!
অপেক্ষা এবং প্রতিক্ষার পার্থক্য আমি এখন বুঝি
তাইতো গভীর করে চাই তোমাকে আজকাল।
মশালগুলো বুকের ভেতর ঢেউ খেলে যায় যখন
আমি তীব্র অপেক্ষায় থাকি; তোমার গভীর নিশ্বাঃসের।
নিয়নের ছোঁয়ায় প্রতিদিন সন্ধ্যাবেলা,
এই অন্ধকার শহরের বুকেও জ্বলে উঠে আলো।
আজন্মকাল ধরে বুকের ভেতর যে আগুন জ্বলছে
তুমি ছাড়া সে আগুন কে পারে নেভাতে, বলো?