ক্ষতবিক্ষত প্রাণ
হায়দার বসুনিয়া
টিনের চালে পটপট শব্দ তোলা
বৃষ্টির মতো বাচাল হয়ো না ।
রাজ পথের মতো অলস হয়ে শুয়ে থেকো না,
অশ্ববহর খটখট শব্দ তুলে আড়ালে চলে গেছে কবেই ।
ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে প্রাণ ।
কী বিদঘুটে আওয়াজ বাতাসের বুক চিরে চিরে ।
তেতুঁলের টকে ভরে গেছে মুখ ।
অথচ লক্ষত্রের মতো আমি অবাক বিষ্ময় ।
তাল গাছের মতো মাথা উচু হলো কই?
বামুন হবার ভয় জাগে ।
সেই একটা ফলবান রসাল গাছ
জিহ্বা সিক্ত করে বসে ।