শাহিনুর ইসলাম লিটন: উলিপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা চাকুরি জাতীয় করণের দাবিতে ক্লিনিক গুলো বন্ধ রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গতকাল শনিবার সকাল- ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবস্থান কর্মবিরতি চলছে । বাংলাদেশ সিএইচসিপি (কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার) এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক, তিন দিনের অবস্থান কর্মবিরতি প্রথম দিন পালিত হয়।
বাংলাদেশ সিএইচসিপি এ্যাসোসিয়েশন, উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুল সরকার রাজ্জাক উলিপুর ডট কমকে বলেন, কমিউনিটি ক্লিনিকের সফলতা ধরে রাখতে সরকার অতিদ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নিয়ে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরি জাতীয়করণের ঘোষণা দিবে।
তাদের কর্মবিরতি পালন করায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন অসহায় ও সম্বলহীন দরিদ্র জনগোষ্ঠী।