তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
অনেকেই আছেন যাঁরা ফেসবুকে আর মজা পান না। হারিয়ে ফেলেছেন আকর্ষণ। এর কারণ হতে পারে ফেসবুকের নিউজফিডে আকর্ষণীয় ফিড আসা বন্ধ হয়ে যাওয়া। অনেকের ফেসবুক নিউজফিডে এমন সব বিরক্তিকর পোস্ট আসে যাতে তিনি ফেসবুক বিমুখ হয়ে পড়েন। তাই ফেসবুকের নিউজ ফিডে আকর্ষণ ধরে রাখা জরুরি। নিউজফিড পরিস্কার করতে কয়েকটি টুল দিয়ে রেখেছ ফেসবুক। যে পোস্টগুলো ফেসবুকে আপনি দেখতে চান না তা সহজেই সরিয়ে দিতে পারেন। ফেসবুক মোবাইল অ্যাপের এই পরামর্শগুলো কাজে লাগাতে পারে।
স্নুজ বাটন
একই ব্যক্তির কাছ থেকে বারবার বিরক্তিকর পোস্ট আসা ঠেকাতে পারে স্নুজ বাটন। কারও পোস্ট যদি কিছুদিনের জন্য থামিয়ে রাখতে চান তবে তার জন্য স্নুজ বাটন কাজে লাগানো যায়। ফেসবুকের নতুন স্নুজ ফিচার ব্যবহার করে কোনো ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ না দিয়েও তার পোস্ট ৩০ দিনের জন্য নিউজফিডে দেখানো বন্ধ করার সুযোগ আছে স্নুজে। বন্ধু, ব্র্যান্ড, গ্রুপের পোস্টের পাশে ট্রিপল-ডট বাটন চেপে স্নুজ অপশন নির্বাচন করলেই এক মাসের জন্য বিরক্তি থেকে মুক্তি।
পোস্ট হাইড
কারও পোস্ট যদি নিউজ ফিডে রাখতে চান কিন্তু যতোটা সম্ভব কম দেখার ইচ্ছা পোষন করেন তবে ফেসবুক সে সুযোগ রেখেছে। পোস্টের পাশে ট্রিপল-ডট বাটনে চাপ দিয়ে হাইড পোস্ট করে দিতে হবে। এতে ওই পোস্টটি লুকানো যাবে। এ ছাড়া ওই ব্যক্তির পোস্ট এরপর থেকে নিউজ ফিডে কম দেখাবে।
আনফলো করা
ফেসবুকে কারও ওপর বেশি বিরক্ত? বিরক্তি থাকলেও যদি বন্ধু তালিকা থেকে বাদ দিতে না চান তবে আনফলো করে দিতে পারেন। এতে বন্ধু থাকবেন ঠিকই কিন্তু তার কোনো পোস্ট নিউজফিডে আর দেখবেন না। ওই ব্যক্তির পোস্টে ট্রিপল-ডট বাটন চেপে আনফলো অপশন ঠিক করে দিন। আপনি যে তাকে আনফলো করেছেন তা তিনি জানতেও পারবেন না।
ব্লক বা আনফ্রেন্ড করা
কাউকে বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। কিন্তু অনেক সময় এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়ে। যদি ফেসবুকে কাউকে বন্ধু তালিকা থেকে বাদ দিতে চান তাদের প্রোফাইল পেজে যান সেখানে ছোট ডাউন অ্যারো বাটন চেপে ব্লক করে দিন। কাউকে ব্লক করা হলে তিনি বন্বধু তালিকা থেকে বাদ চলে যাবেন। ফলে তার কোনো পোস্ট দেখবেন না। এ ছাড়া তিনি আর কোনো পোস্টে আপনাকে ট্যাগ করতে পারবেন না। ব্লক করা হলে আপনার ওই বন্ধুর কাছে নোটিফিকেশন যাবে না। তবে তাঁর বন্ধু তালিকায় আপনাকে আর দেখাবে না।
অভিযোগ দিন
অনেক সময় আপত্তিকর পোস্টে আপনার নিউজ ফিড ভরে যেতে পারে। এ ধরনের পোস্টের বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ জানাতে পারেন। ওই পোস্টের পাশে ট্রিপল ডট চেপে গিভ ফিডব্যাক অন দিস পোস্টে যেতে পারেন। সেখানে পোস্ট সম্পর্কে আপনার বক্তব্য জানাতে পারবেন। ফেসবুকের পক্ষ থেকে ওই পোস্ট কেন আপত্তিকর তার কতগুলো অপশন দেখানো হবে। এরমধ্যে রয়েছে ভায়োলেন্স, হ্যারাসমেন্ট, সুইসাইড বা সেলফ ইনজুরি, হেট স্পিচ বা অন্যান্য। ফেসবুকের পক্ষ থেকে অভিযোগ পর্যালোচনা করে দেখা হয়। ফেসবুকের কমিউনিটি মানের সঙ্গে না গেলে তা সরিয়ে ফেলা হয়। অভিযোগদাতার নাম ও তথ্য গোপন রাখে ফেসবুক।
সুত্রঃ Allbanglnews.Net