সেই জন্য
(হায়দার বসুনিয়া)
আমি এক অফিসারের অফিসার
ঘুষ-ঘাষের নেই কারবার।
রাতকে দিন করি, দিনকে রাত করি
যদি সচল থাকে বা হাতের কারবার,
একে ঘুষ না বলাই বেহতর।
খোলা মেলা কথায় দোষ নেই,
অর্থের দরকার বিলাসিতাই বাঁচতে চাই।
জীবনের দাবি মেটাতে অর্থের দরকার।
সংসার যে চলে না, মুদ্রাস্ফীতির বাজারে।
যা দাও, দাও লাঞ্ছনা-সংসার যে চলে না।
মকেল খুজি,হাঁক ছাড়ি কম টাকায় কাজ হবে না।
যাই দাও গঞ্জনা, নরকভীতির যন্ত্রনা
চলে না চলে না যে সংসার যে চলে না।
মেয়ের জামাইরয়র দাবি,সংসারের দাবি, পোষায় না,
সংসার চলে না –তাই খোলাখুলি বা হাতের বায়না,
একে ঘুষ বলি না-তাই খুলাখুলি বা হাতের বায় না
যারা আর রাশিও মোর তাশিও বল-মেটাও না জামাইয়ের বায়না।
যত সব উজবুকের গঞ্জনা-একে ঘুষ বলে না।
চেয়ে নেই- দেখে তো প্রয়োজন মেটে না।
ভিক্ষে নেই, দাবি করে নেই-চলে না।
হলোই না হয় লাক্সারি একটু বেশি
খৈয়াম তো বলেছেনই-ইট,ড্রিন্ক অ্যান্ড মেরি।