আব্দুল মালেকঃ
প্রতি বছরের ন্যায় এ বছরেও ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী মরহুম নায়েব আলী টেপু’র ১০৮তম জন্মজয়ন্তী উৎসব এর আয়োজন করা হয়েছে। নায়েব আলী টেপু স্বরণ সমিতির আয়োজনে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহুকুমার ছাটরামপুর(ধলপল-২) প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২৯ ও ৩০ ডিসেম্বর ২দিনব্যাপী প্রতিম ভাওয়াইয়া শিল্পীর জন্মজয়ন্তী উৎসবে বাংলাদেশের প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী, বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর, কুড়িগ্রামের পরিচালক, ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা আমন্ত্রিত হয়েছেন। ওপার বাংলায় শ্রোতাদের অতি জনপ্রিয় বাংলাদেশের এই ভাওয়াইয়া শিল্পীসহ বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমীর সদস্য ও বেতার টিভি শিল্পী নাজমুল হুদা ঐ উৎসবে যোগদানে আমন্ত্রিত হয়ে আজ বৃহস্পতিবার বুড়িমারী স্থলবন্দর হয়ে তারা ভারতে যান।
পশ্চিমবঙ্গে নায়েব আলী টেপু’র জন্মজয়ন্তীতে ভূপতি ভূষণ বর্মা
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.