আব্দুল মালেকঃ
চিলমারীতে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যানের নির্দেশে সরকারী রাস্তার গাছ কর্তন করা হয়েছে। রাণীগঞ্জ ইউনিয়রের বুকুল তলা এলাকায় ইউপি চেয়ারম্যান মোঃ মনজুরুল ইসলামের নির্দেশে জয়দুল ইসলামের জমির উপরে সরকারী রাস্তায় থাকা প্রায় ৩৫ হাজার টাকা মুল্যের একটি শিশু কাঠের জীবন্ত গাছ কর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায় ওই এলাকার ইউপি সদস্য বক্তার আলী, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল ও সংশ্লিষ্ট এলাকার গ্রাম পুলিশদের প্রহারায় আব্দুল মজিদ মিস্ত্রি তার লোকজন দিয়ে বৃহদাকৃতির শিশু কাঠের গাছটি কর্তন করছে।
এসময় এলাকাবাসী ছোলায়মান(৩৫), অম্বিকা চরন( ৫২), মোনাল মিয়া (৫০) সহ অনেকে সরকারী রাস্তার গাছ কর্তনে বাধা দিলে কর্তন কারীরা ছাপ জানিয়ে দেন ক্ষমতা আছে তাই গাছ কাটছি। রাণিগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য বক্তার আলী জানান, চেয়ারম্যানের নিদের্শে গাছ কাটা হচ্ছে।
এ ব্যাপারে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মনজুরুল ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, পরিষদের গোলঘর বানানোর জন্য একটি গাছ কাটা হয়েছে। আপনার সাথে সাক্ষাতে কথা হবে ।