কিছুই চাইনে
হায়দার বসুনিয়া
এক পেয়ালা উষ্ণ চা দাও হে রমণী,
তব কঙ্কনের রণনে নেচে উঠুক মনটা ।
ধোঁয়ার মত মন উড়ে যাক তোমার তেপান্তরে
চুম্বক দিব আর তাকাব তোমার শ্রীতে নির্নিমেষে ।
মদ মদিরায় কীড প্রয়োজন,
শুধুই তুমি সামনে রবে ।
কিছুই চাইনে,অবাক বিষ্ময়ে