আ:মালেক:
কুড়িগ্রাম জেলায় অবাধে গাড়ী চলাচলের দাবিতে ও কুড়িগ্রাম সদরের মালিক-চালক কর্তৃক উলিপুর, চিলমারীর মালিক-চালক নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার উলিপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ সময় ভূক্তভোগীরা বলেন, উলিপুর-চিলমারীর থ্রী-হুইলার, সিএনজি অটোরিক্সার চালক হেলপারদের গাড়ী নিয়ে কুড়িগ্রাম জেলা সদরে অবাধে চলাচল, যাত্রী বহনে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা ও হয়রানী করে আসছে। উলিপুর-চিলমারীর ১৩০ টি গাড়ী নিয়মিত চলাচল করে আসছিল। কুড়িগ্রাম সদর থানার কিছু সংখ্যক গাড়ীর মালিক-চালক প্রভাব খাটিয়ে গাড়ীগুলোকে যাত্রী বহনে বাঁধা প্রদানসহ চালকদের গালিগালাজ ও নির্যাতন করে । এঘটনার প্রতিকার চেয়ে পুলিশ সুপার বরাবর আবেদন করলে একটি সমঝোতা বৈঠকে রুপরেখা প্রদান করেন। তারা পুলিশ সুপারের সমঝোতা অমান্য করে আরো বেপরোয়া হয়ে ওঠে। এর প্রেক্ষিতে কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে।
গতকাল সোমবার কুড়িগ্রাম জেলা অটোরিক্সা, অটোটেম্পু পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন উলিপুরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।