সাজতে ভালোবাসেন অথচ লিপস্টিক ছাড়া সেটা হওয়ারই নয়। চোখ সাজাতে কাজল আর ঠোঁট রাঙাতে লিপস্টিকের দ্বারস্থ হতেই হবে। কিন্তু লিপস্টিক দিয়ে রাঙাতে গিয়ে ঠোঁটের ক্ষতি করছেন না তো? রঙ-বেরঙের লিপস্টিক তৈরিতে সিসা, ক্যাডমিয়াম ব্যবহারের কথা অজানা নয় কারোই। যদি আপনার লিপস্টিকটি তৈরি করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে, তাহলে ঠোঁট যেমন রক্ষা পাবে ক্ষতি হওয়া থেকে; তেমনি রক্ষা পাবে পরিবেশ। তেমনই তিনটি ব্র্যান্ড প্রস্তুত করছে সম্পূর্ণ পরিবেশবান্ধব ও নিরাপদ লিপস্টিক।
ইকো বেলা আমেরিকাভিত্তিক প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ভেজিটেবল ওয়াক্স, তেল, খনিজ রঞ্জকের সাহায্যে প্রস্তুত করছে পরিবেশবান্ধব লিপস্টিক, যা স্বাস্থ্য ও পরিবেশ দুটোর জন্যই কোনো ক্ষতিকর বার্তা বয়ে বেড়াবে না। আশ্চর্য মনে হলেও সত্য, এ লিপস্টিকগুলোয় ব্যবহার করা হয় না কোনো সুগন্ধিও। বলা হয় গ্লুটেন, কৃত্রিম রঙ ও সুগন্ধি ছাড়াই প্রস্তুত হচ্ছে লিপস্টিক। তাই বলে এটা ভাবার কোনো কারণ নেই, লিপস্টিকগুলো মনের মতো রঙে পাওয়া কঠিন হবে কিংবা মানের দিক থেকে কিছুটা নিচের দিকে। কেননা ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাবে ইকো বেলার লিপস্টিক।
পিপল ফর ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস বা সংক্ষেপে পেটা কর্তৃক ভেগান কসমেটিকস লাইন হিসেবে তকমা নিজেদের করে নিয়েছে হিন্ট বিউটি নামে প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বলছে, তাদের প্রস্তুতকৃত লিপস্টিক সম্পূর্ণ কৃত্রিম প্রিজারভেটিভ ও গ্লুটেনমুক্ত। পরিবেশ ও ত্বকের কথা বিবেচনায় রেখে তারা প্রস্তুত করেছে লিপস্টিক, যা প্রকৃতি থেকে নেয়া উপাদানেই তৈরি।
গাছ, লতা, পাতা, ফুল ইত্যাদি যদি হয় আপনার ব্যবহারের লিপস্টিকটির উপাদান, তাহলে নিশ্চয়ই নিশ্চিন্তে থাকবেন অনেক। বিউটি কাউন্টার নামে আন্তর্জাতিক মানের লিপস্টিক ব্র্যান্ডটি কিন্তু এটাই নিশ্চিত করছে লিপস্টিকপ্রেমীদের জন্য। প্রতিটি লিপস্টিক ঠোঁটের জন্য যেমন স্বস্তিদায়ক, তেমনি পরিবেশের জন্যও।
সূত্র: দ্য গুড ট্রেড