নিউজ ডেস্কঃ
আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্পের যাত্রা শুরু হওয়ায় কুড়িগ্রামে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে আরডিআরএস হলরুমে কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে ‘ওয়ার্কিং টুগেদার ফর এম্পাওয়ারিং উইমেন অ্যান্ড ইয়ুথ থ্রু গ্রাজুয়েশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন বাংলাদেশ’ নামক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার ১৩ হাজার দরিদ্র পরিবারকে বাছাই করে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র স্থাপনের কাজ করবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। এছাড়া প্রকল্প পরিচালক, সাংবাদিকসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সুত্রঃ breakingnews.com.bd