নিউজ ডেস্কঃ
তিস্তার চরে শিক্ষার আলো ছড়াচ্ছে কমিউনিটি রিডিং ক্যাম্প। পাঁচ শতাধিক পরিবারের শিশুর জন্য রয়েছে একটি মাত্র প্রাথমিক বিদ্যালয়। তাই এ গ্রামের শিশুরা মানসম্মত শিক্ষা তেকে বঞ্চিত। দু’দিকে তিস্তা নদী বিচ্ছিন্ন জুয়ানসাতরা গ্রামটি উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে। এখানে অবস্থিত জুয়ানসাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাজুক যোগাযোগ ব্যবস্থার কারনে শিক্ষা স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে গ্রামটি পিছিয়ে পড়া। প্রতিবছর বর্ষাকালে থৈথৈ পানির কারনে শিশুরা নিয়মিত স্কুলেও আসতে পারেনা। অভিভাবকরাও তাদের শিশুদের ঝুকি নিয়ে বিদ্যালয়ে পাঠাতেও চান না।
প্রতি বছরই বন্যায় গ্রামটি প্লাবিত হওয়ায় বিদ্যালয় আবাসান সমস্যা দীর্ঘদিনের। শিশুদের বেঞ্চে বসে ক্লাস উপভোগ করার সুযোগ হয়না বললেই চলে। চলতি বছরের শুরুর দিকে ইউএসএআইডি অর্থায়নে সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত রিড প্রকল্প এই গ্রামের জুয়ানসাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও প্রকল্প কার্যক্রম শুরু করেছে। রিড প্রকল্প প্রারম্ভিক শ্রেণির বাংলা পড়ার দক্ষতা বৃদ্ধির লক্ষে কাজ করে। উল্লেখ্য রিড প্রকল্পের মাধ্যমে উলিপুর উপজেলার ৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বিদ্যালয়ভুক্ত প্রথম থেকে তৃতীয় শ্রেণির ৫হাজার ৫’শ ৪০ জন শিশুদের নিয়ে বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকায় ৬১টি কমিউনিটি রিডিং ক্যাম্পের মাধ্যেমে শিশুদের বাংলা পড়ার দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে।
কমিউনিটি রিডিং ক্যাম্পের দায়িত্বরত ভলান্টিয়ারগন খেলার মাধ্যেমে, গানের মাধ্যেমে, গল্পপড়ে ও শুনে, মুলকাজ করার মাধ্যমে, হাতে-কলমে কাজ, লেখা অনুশীলন করে শিশুদের শিখতে সহায়তা করছেন। কউিনিটি রিডিং ক্যাম্প যেন আলো ছড়াচ্ছে শিশুরা স্বতঃস্ফুর্তভাবে আসছে এবং আনন্দের সাথে শিখছে। শিশুরা এখন পাঠ্য বইয়ের পাঠ পড়তে পারে, গল্প পড়ে শোনাতে পারে, সুন্দর করে গল্প বলতে পারে ভালো করে নাচতে ও গাইতে পারে। এ প্রসঙ্গে কথা হলো অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন কমিউনিটি রিডিং ক্যাম্প কার্যক্রম একটি চমৎকার কার্যক্রম বাংলা পড়ার দক্ষতা বৃদ্ধিতে দারুনভাবে ভুমিকা রাখছে এটা থাকাটা জরুরী এই ধরনের চরাঞ্চালে প্রকল্প কার্যক্রম আর্শীবাদ স্বরুপ। আমি আশা রাখি প্রকল্পটি এইধরনের কার্যক্রম চলমান রাখবে ও অন্য বিদ্যালয়ে বিস্তৃতি ঘটাবে।