নিউজ ডেস্ক:
সবাই মিলে গড়বো দেশ দূর্নীতি মুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে উলিপুরে নানা কর্মসুচী মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোপচনা সভা অনুষ্ঠিত হয়।
একই সাথে নানা কর্মসুচীর মাধ্যমে যৌথ ভাবে পালিত হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, জয়ীতাদের সংবর্ধনা ও জয়ীতাদের পণ্য উদ্বোধন করা হয়।আজ সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে যৌথ ভাবে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা গিয়ে শেষ হয়।
পরে উপজেলা অডিটরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক অধ্যাপক ফিরোজ আলম, প্রভাষক মিজানুর রহমান, নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ এর সমন্বয়কারী ফরিদা ইয়াসমীন, লুৎফা বেগম প্রমুখ।