নিউজ ডেস্কঃ
কবি ও ঔপন্যাসিক হায়দার বসুনিয়ার ৭৮তম জন্ম বার্ষিকী আজ। ১৯৩৯ সালের ৩০ শে নভেম্বর কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খাঁ ইউনিয়নের মনারকুঠি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যাঙ্গনে মনোনিবেশ করেন। তিনি ৫০টি উপন্যাস, ৭টি নাটক ও ৬টি কাব্যগ্রন্থ রচনা করেন।
উপন্যাস লিখেছেন ৫০টিরও বেশি। প্রকাশিত হয়েছে ১৮টি। এরপরও নিভৃতচারী এই লেখক জনসম্মুখে আসেন নি। আসতে চাননি। রয়েছেন মাঠির টানে। মা-মাঠির গন্ধ ছেড়ে লেখক আসতে চাননি শহুরে এই কোলাহলে।