আব্দুল মালেকঃ
সারা দেশের ন্যায় উলিপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলার সরকারি, বেসরকারি স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সহস্রাধিক মানুসষ তাদের নিজস্ব ব্যানার ফেস্টুন প্লাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল আল মাহমুদ হাসান, সাবেক এমপি আলহাজ আমজাদ হোসেন তালুকদার, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এম এ মতিন।
প্রভাষক স ম আল মামুন সবুজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ আব্দুল মজিদ হাড়ি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ এম ডি ফয়জার রহমান, আলহাজ গোলাম মোস্তাফা, উলিপুর প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার প্রমূখ।