জরিফ উদ্দিনঃ
বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য নবান্ন। অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে উঠলেই শুরু হত নবান্ন উৎসব। আজ তা বিলুপ্তির পথে। সেই বিলুপ্তপ্রায় নবান্ন পালনে আজ ১০ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ (২৪ নভেম্বর ২০১৭খ্রি.) “সোনার চাষী ভাই ফলায় সোনার ধান” শ্লোগানে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি, উলিপুর কুড়িগ্রাম এর আয়োজনে নবান্ন উৎসব ১৪২৪ উদযাপন করা হয়।
একাডেমির পরিচালক ভূপতি ভূষণ বর্মার সঞ্চালনায় একাডেমির সভাপতি এন্তাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ চাষী মো. ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার, খোলাহাটী ক্যান্ট-পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক এরশাদুল হক, বক্তব্য রাখেন কছিম উদ্দীন লোকশিল্প সংগ্রহশালার পরিচালক সুজন রায়, উলিপুর ডট কমের সহসম্পাদক ও সংস্কৃতি কর্মী জরীফ উদ্দীন, একাডেমির অর্থ ও সমাজ কল্যাণ সম্পাদক মানবেন্দ্র রায়, একাডেমির যন্ত্রশিল্পী অধীর চন্দ্র বর্মণ, শিল্পী নীভা গাঙ্গুলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নবান্নের একাল সেকাল নিয়ে আলোচনা করেন এবং একাডেমির এই উদ্যোগ কে চালিয়ে যাওয়ার জোড় দাবী জানান। আমন্ত্রিত অতিথিদের নতুন ধানের পিঠা দ্বারা আপ্যায়ন করা হয়। আলোচনা ও আপ্যায়ন শেষে গান পরিবেশন করেন আনোয়ার খান আতা, সূর্য রায়, মাদব রায়সহ একাডেমির সকল শিল্পীবৃন্দ।