নিউজ ডেস্কঃ
উলিপুর ডট কমের উদ্যোগে “এলাকার উন্নয়নে অনলাইন মিডিয়ার ভূমিকা এবং আমাদের করণীয়” শীর্ষক তৃতীয় আলোচনা সভা গতকাল ১৮ই নভেম্বর সকাল ১০ঃ৩০ ঘটিকায় থেতরাই ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা ডিজিটাল মাধ্যমের নানা ইতিবাচক দিক, নিজেদের অভিজ্ঞতা, সার্বিক সচেতনতা ও এলাকার উন্নয়নে অনলাইনের ব্যবহার বাড়ানোর ব্যাপারে আলোচনা করেছেন।
উলিপুর ডট কমের নির্বাহী সম্পাদক আব্দুস সোবহান জুয়েলের সভাপতিত্বে ও সহ-সম্পাদক জরীফ উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ইউপি কমান্ডার সাহেব আলী, বাংলাদেশ আওয়ামীলীগ থেতরাই ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল জলিল শেখ, ইউপি মহিলা সদস্য রিনা বেগম, সদস্য আব্দুল আলিম, চাঁদ মিয়া, আব্দুল হালিম, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা আতিকুর রহমান, উলিপুর ডট কমের প্রতিনিধি শাহিনুল ইসলাম লিটন, ওয়ারেছ আলী, তালাত মাহমুদ প্রমুখ। মুক্ত আলোচনায় বক্তারা অনলাইনের সার্বিক বিষয়ে অভিজ্ঞতা আদান প্রদান করেন। অনুষ্ঠানে উলিপুর ডট কমের উদ্দেশ্য ও কর্মপরিধির উপর মূল প্রবন্ধ পাঠ করেন জরীফ উদ্দীন।
বক্তারা উলিপুর ডট কমের এ ধরনের উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন এবং এর ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে দুর্গাপুর ও পান্ডুল ইউনিয়নে এ ধরনের আলোচনা সভার আয়োজন করেছিল উলিপুর ডট কম।