শাহিনুল ইসলাম লিটন:
আজ বুধবার বিকেলে দূর্গাপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে রেহানা স্পোর্টস একাডেমি দূর্গাপুর শাখার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে কুড়িগ্রামের খলিলগঞ্জ একাদশ লালমনিরহাট সিন্দুরমতি একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় ১২ ক্লাব লীগ ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করে।
খেলায় পুরস্কার বিতরণ করেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) আল মাহমুদ হাসান, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান, জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান, রেহানা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি রেহানা পারভীন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন-অর-রশিদ মিলন, বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক স.ম. আল মামুন সবুজ, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আবেদ আলী সরদার, রেহেনা স্পোর্টস একাডেমি দুর্গাপুর শাখার সভাপতি নুরমোহাম্মদ, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম, প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার প্রমুখ। মুল রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলার প্রথম শ্রেনীর রেফারি বিপ্লব তরফদার, সহকারী রেফারি হিসেবে ছিলেন আশিক আহম্মেদ ও মাহফুজার রহমান।
খেলায় বিজয়ী দলের অধিনায়কের হাতে নগত ৫ (পাঁচ) হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।