আব্দুল মালেকঃ
উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ সোমবার হাতিয়া ইউনিয়নের দাগারকুটি গণহত্যা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে স্মৃতি ফলক চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও পুলিশের সাবেক ডিআইজি সফিকউল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ ফয়জার রহমান। বক্তব্য রাখেন, হাতিয়া ইউপি চেয়ারম্যান বি.এম আবুল হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান খন্দকার, উলিপুর প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকার, হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শায়খুল ইসলাম নয়া প্রমূখ।
এদিকে সুশাসনের জন্য নাগরিক(সুজন) উলিপুর শাখার উদ্যোগে হাতিয়া গণহত্যা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক অলিম্পিয়াড এর আয়োজন করা হয়। এমএমতিন কারিগরি ও কৃষি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ১২টি কলেজের প্রায় ৫শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও পুলিশের সাবেক ডিআইজি সফিকউল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, অধ্যাপক এম এ মতিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম কফিল উদ্দিন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সুজনের প্রধান সম্বনয়ক দীলিপ সরকার, সুজন সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।