আব্দুল মালেকঃ
উলিপুর পৌর মেয়র তারিক আবুল আলার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ৭ কাউন্সিলর সাংবাদিক সম্মেলন। সোমবার সকাল ১১ টায় উলিপুর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম লিটন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুসরাত জাহান ও মনোয়ারা বেগম। পরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাউন্সিলর মনোয়ারা বেগম ও আবুল কাশেম।
কাউন্সিলররা অভিযোগ করে বলেন, তারিক আবুল আলা চৌধুরী নির্বাচিত হওয়ার পর থেকে গত দুই বছর পরিষদের সিদ্ধান্ত ছাড়াই আর্থিক বিধিবিধান উপেক্ষা করে টেন্ডার না করে ইচ্ছামত কোটেশন দেখিয়ে বিভিন্ন উন্নয়নের নামে ভুয়া প্রকল্প এবং একই স্থানে বার বার প্রকল্প দেখিয়ে তার নিজস্ব লোকজন ও কর্মচারীদের নামে চেকের মাধ্যমে রাজস্ব ও এডিবি খাতের প্রায় কয়েক কোটি টাকা উত্তোলন করে আত্মসাত করেন।
এছাড়াও গুরুত্বপুর্ণ নগর উন্নয়ন প্রকল্পের সাড়ে ২২ লাখ টাকা সুইপারদের নামে চেক ইসু করে উত্তোলন করে আত্মসাত করায় উক্ত প্রকল্প পৌরসভা থেকে প্রত্যাহার করা হয়েছে। কর্মচারী বা সুইপারদের নামে চেক প্রদানের নিয়ম না থাকলেও তিনি নিজের স্বার্থ হাসিলের জন্য বাধাহীনভাবে এসব কাজ করছেন। তার অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার জন্য তাকে অপসারনের জন্য কাউন্সিলররা উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র তারিক আবুল আলা বলেন, তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা নেই, এগুলো ভিত্তিহীন, প্রত্যেকটি কাজই দৃশ্যমান। যে প্রকল্পগুলো উল্লেখ করা হয়েছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের যাতায়াতের পথ সুগমের স্বার্থে করা হয়েছে এবং সরকার কর্তৃক প্রকল্পগুলো অডিট সম্পুর্ন হয়েছে। সেখানে কোন ব্যাহত ঘটেনি। এতেই প্রমান হয় আনিত অভিযোগগুলো সত্য নয়।