আব্দুল মালেকঃ
উলিপুরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করায় নুতন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় ভবন হুমকির মূখে পড়েছে। এ পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ বাঁশের পাইলিং দিয়ে ভবন রক্ষার চেষ্টা করছে।
জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের নুতন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বামনি নদী থেকে ঐ এলাকার একটি প্রভাবশালী মহল অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ১ বছর পূর্বে বালু উত্তোলন করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বালু উত্তোলনে বাঁধা দিলেও কোন কাজ হয়নি। বালু উত্তোলনের ফলে এ বছর বন্যার পানির তোড়ে বিদ্যালয় ভবনটি হুমকির মুখে পড়ে। এ পরিস্থিতিতে যে কোন মহুর্তে বিদ্যালয় ভবনটি ধ্বসে পড়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। বিদ্যালয় কর্তৃপক্ষ বাঁশের পাইলিং দিয়ে ভবন রক্ষার চেষ্টা করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরন্নবী সরকার বলেন, এক বছর পূর্বে বালু উত্তোলন করায় এবং সম্প্রতি বন্যায় পানির স্রোতে মাটি সরে যাওয়ায় ফাটল দেখা দিয়েছে। বর্তমানে বিদ্যালয় ভবনটি হুমকির মূখে
পড়েছে।