আব্দুল মালেকঃ
উলিপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে উপজেলা নির্বহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান এর সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মোন্নাফ আলী, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, তবকপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন মুকুল, প্রভাষক স.ম আল মামুন সবুজ প্রমূখ।
পরে ‘আগামী দিনে কেমন পুলিশ চাই’ রচনা প্রতিযোগীতার বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় স্কুল পর্যায়ের ২০ জন ছাত্র-ছাত্রিকে ১৮ তম বিসিএস(পুলিশ) ব্যাচের পক্ষ থেকে শিক্ষা উপকরণসহ একটি ব্যাগ ও কুড়িগ্রামের পক্ষ থেকে পুলিশ সুপার ২ জন দুঃস্থ মহিলাকে ঢেউটিন প্রদান করা হয়।