নিউজ ডেস্কঃ
“কারিগরি শিক্ষা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ জীবন, কারিগরি শিক্ষা নিলে দেশে-বিদেশে কর্ম মেলে” – এই শ্লোগান সামনে রেখে উলিপুর বিজ্ঞান ও প্রযুক্তি ইনষ্টিটিউট – এ “স্কিলস কম্পিটিশন-১৭” অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রনালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বিশ্বব্যাংক কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি) – এর আওতাভুক্ত উলিপুর বিজ্ঞান ও প্রযুক্তি ইনষ্টিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে জাতীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার ইনষ্টিটিউট চত্বরে অনুষ্ঠিত স্কিলস কম্পিটিশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উলিপুর বিজ্ঞান ও প্রযুক্তি ইনষ্টিটিউট ও এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের প্রতিষ্ঠাতা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক এম এ মতিন।
ইনষ্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী প্রতিযোগিতায় ৮টি গ্রুপ নিজ নিজ উদ্ভাবন প্রদর্শন করে। উদ্ভাবনগুলোর মধ্যে ৮নং গ্রুপের উদ্ভাবন “রেইন এলাম” প্রথম স্থান অধিকার করেন। স্থানীয় সুধী এবং পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীরা প্রদর্শনী পরিদর্শন করেন। পরে উলিপুর বিজ্ঞান ও প্রযুক্তি ইনষ্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন এম এম মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম প্রমূখ।