আব্দুল মালেকঃ
উলিপুরে ব্র্যাক এর উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ ও প্রতিকারে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আওতায় আজ মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মর্তুজা আল মুঈদ, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান। জেন্ডার অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি ব্র্যাকের জেলা ব্যবস্থাপক রাজেম্বর চন্দ্র এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, ব্র্যাক সামাজিক কর্মসূচি সংগঠক রফিকুল ইসলাম, এমজেএসকেএস’র প্রকল্প সমন্বয়কারী ইসফাতুল কবির প্রমূখ।
এসময় শিক্ষার্থী রেজমীন আক্তার রিয়া ও শিক্ষার্থী জিহাদ হাসান বাল্যবিয়ে না করার প্রতিশ্রুতি দিয়ে তা প্রতিরোধের ঘোষনা দেন। অনুষ্ঠানে নিকাহ রেজিষ্টারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।