কষ্টের প্রলাপ
শাহাজাদা বসুনিয়া
দীর্ঘপথ পাড়ি দিয়ে নিশুতি শীতের রাতে
তাল বৃক্ষের নিচে দাড়িয়েছিলাম দীর্ঘক্ষণ,
বিদীর্ণ সময় পেরিয়ে গেল-তুমি এলে না !
সাপের ভয়ে স্থির নেত্রে-যতদূর চোখ যায়,
চেয়ে থাকি ঘুমহারা চোখে, স্মৃতি রঙ-বেরঙের বন্দী খাঁচায়।
হরেক রকমের কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট চলার পথে।
অপেক্ষা করি-সবুরে মেওয়া ফলে, কালের বিপন্ন প্রহরে
দূরের ওই বাগান থেকে এনেছি ফুল সযতনে
পাপড়ি ঝরে পড়লো ফুল থেকে একটু আগে,
তুমি এলে না, পাপড়িগুলো ভিজিয়ে নাখোশ রুষ্ট্রতায়
রেখেছি চোখের জলে, তুমি এলে না
তুমি কষ্ট দিয়েছো অনেক, বহু কষ্টে আমি নিমজ্জমান।
ক্রোধ-তিরিক্ষি মেজাজের এক নাতিদীর্ঘ পথে দেখি
তোমার চোখজোড়া আমার চোখে।
জেগে জেগে দেখি বিষন্ন প্রহরে কত ব্যঙ্গময় ছবি।
রাতের অষ্টপ্রহরে কেটে যায় ঘুমহীন চোখে
তুমি এলে না, বিষন্ন বদনে জ্যোৎস্নাহীন নিঃসঙ্গে
গলা-খাঁকারিতে কান্নার শব্দ বেরিয়ে আসে।
অজস্র রুচিস্নিগ্ধ স্পর্শ-ঘ্রাণে শরীরে অন্য এক শীহরণ।
নিগাঢ় চুপচাপ তুমি, পেছনে পা ফেলো তুমি ভয়ে;
সাহসে সম্মুখে আমি হাঁটি, বাঁধা দেও তুমি অন্তর্বাসে।
গোলমাল সব, নিয়তি আমার কপালে থাকে।
মনের ভেতর গড়িয়ে পড়ে অশ্রাব্য কষ্টের ঝড়
শব্দহীন হাহাকারে, কষ্টে আমি ভাবি তুমি ধুরন্ধর।