আব্দুল মালেকঃ
“কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন” এ স্লোগানকে ধারণ করে উলিপুরে জাতীয় কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৭ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, নাটক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, বিল্ডিং বেটার ফিউচার ফর গালর্স প্রকল্প আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে র্যালিটি উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়াম হল রুমে সহকারি কমিশনার (ভূমি) মর্তুজা আল মুঈদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রুবি, আরডিআরএস বাংলাদেশ এর বিবিএফজি প্রকল্পের উপজেলা কো-অডিনেটর আরিফুজ্জামান আরিফ, ইউনিয়ন ফেসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি, মানবী রায় প্রমূখ।