মাঈদুল ইসলামঃ
“কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন” এ স্লোগানকে ধারণ করে উলিপুরে পৃথক পৃথক ভাবে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে ও তবকপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য নূর সালমা বেগম, আব্দুর রাজ্জাক, মকবুল হোসেন মানিক, তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী জাহাঙ্গীর আলম, আরডিআরএস বাংলাদেশ এর ইউনিয়ন ফেসিলিটেটর মানবী রায় প্রমূখ।
দিবসটি উপলক্ষে হযরত ফাতেমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজের আয়োজনে র্যালিটি উলিপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। অধ্যক্ষ হাফিজ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মালেক, আরডিআরএস বাংলাদেশ এর বিবিএফজি প্রকল্পের উপজেলা কো-অডিনেটর আরিফুজ্জামান আরিফ, আরডিআরএস বাংলাদেশ এর ইউনিয়ন ফেসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি প্রমূখ।
এদিকে দিবসটি উপলক্ষে দুর্গাপুর ইউনিয়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে র্যালিটি দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল ইউপি সদস্য ও যুব ফোরামের সভাপতি আজাদুল হক সহ অন্যান্য সদস্য বৃন্দ এবং এলাকবাসী।