মোঃ ওয়ারেস আলীঃ
উলিপুরে ৫ দিনব্যাপী ৮১ ও ৮২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ২০১৭ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত ৮টায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস উলিপুর উপজেলার আয়োজনে ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার রাণী সংকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৮১তম কোর্স লিডার মোঃ ফইজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা স্কাউটস সম্পাদক এ্যাড.মহব্বত বিন খন্দকার, ৮২তম কোর্স লিডার অতুল প্রসাদ সরকার, উলিপুর উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ নূর মোহাম্মদ প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অতি শীঘ্রই কুড়িগ্রাম জেলাকে আর্দশ স্কাউট জেলা হিসাবে ঘোষনা করা হবে।
এ সময় উপস্থিত আরো ছিলেন উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম সহ বিভিন্ন বিদ্যালয়ের ১৩০ জন শিক্ষক-শিক্ষিকা। পরে প্রধান অতিথি কোর্সে অংশ নেয়া শিক্ষক-শিক্ষার্থীদেরকে সনদপত্র বিতরণ করেন।
উল্লেখ্য, গত ০৩ অক্টোবর থেকে ০৭ অক্টোবর ২০১৭ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের স্কাউট প্রশিক্ষন কোর্স দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরের মোট ১১৬ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন।