আব্দুল মালেকঃ
উলিপুরে ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় ও সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত রিডিং এ্যানহ্যান্সমেন্ট ফর এ্যাডভান্সিং ডেভেলপমেন্ট (রিড) প্রকল্পের আওতায় উপজেলার ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতা উন্নয়নে কাজ করছে।
তারই ধারাবাহিকতায় গত ২১ সেপ্টেম্বর আরডিআরএস বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্র ১ম পর্যায়ের প্রকল্প সম্পন্নকৃত ৫১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহনে প্রকল্প ফলোআপ কর্মশালা সম্পন্ন হয়েছে।
উক্ত কর্মশালায় বর্তমানে চলমান কর্মকান্ডের অগ্রগতি নিয়ে আলোচনা ও প্রকল্পের কর্মকান্ডসমুহের মধ্যে প্রধান শিক犀利士
্ষক কর্তৃক শ্রেণিকার্য পর্যবেক্ষন, পাঠপরিকল্পনা তৈরি, মুদ্রনসমৃদ্ধ উপকরণ পাঠদানের সময় ব্যবহার, পঠন দক্ষতা যাচাই এবং এসআরএম কার্যক্রম চলমান রাখার কৌশল নির্ধারন করা হয়। প্রকল্প ফলোআপ কর্মশালা শিক্ষকদের পেশাগত উন্নয়নে ও প্রাথমিক শিক্ষার গুনগতমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর প্রোজেক্ট অফিসার মোঃ রেজাউল করিম। প্রকল্পের টেকনিক্যাল অফিসারগণ কর্মশালায় সহায়কের ভূমিকা পালন করছেন।