মনুষ্যত্ব জাগাও
(কাজী জুবেরী মোস্তাক)
মনুষ্যত্ব কোথায় হারালে
এই মানব অরন্য থেকে?
মনুষ্যত্বেরও দুর্দিন চলছে
মনুষ্যত্ব নেই মানবাত্মাতে৷
মনুষ্যত্ব কি মুখ লুকিয়েছে
মুখোশের এ মিছিল দেখে?
মনুষ্যত্ব মনুষ্যত্ব রব উঠেছে
অথচ মনুষ্যত্ব নেই অন্তরে৷
তবুও সে মনুষ্যত্ব চুপ থাকে
মানুষকে মুখোশ পড়া দেখে৷
মানুষ হলেই মনুষ্যত্ব থাকবে
এ কথা যে মিথ্যা হয়ে গেছে,
তাই মনুষ্যত্বকে জাগাও প্রাণে
মনুষ্যত্বহীন মানুষ কি বাঁচে?