আব্দুল মালেকঃ
গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে প্রতিমা বিসর্জনে শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত শনিবার বিকালে উপজেলার ১০৮টি প্রতিমা বিসর্জনে শেষ হয় শারদীয় উৎসব। পৌর শহর আশপাশের একাধিক দুর্গাপূজা বিসর্জন দেয়ার জন্য স্বর্ণময়ী সরোবরে ভেলা তৈরি করে বিসর্জনের জন্য নামানো হয়।
দুর্গাপ্রতিমা বিসর্জন দেখার জন্য বিভিন্ন শ্রেণি পেশার শত শত নারী-পুরুষ সরোবরের চারিদিকে ভীড় জমায়। মহারাণী সরোবরে ০৯ টি প্রতিমা বিসর্জন হয়। বিকেল থেকে পৌর সভার আশে পাশের সব প্রতিমাগুলো বিসর্জনের জন্য ঘাটে এসে ভীর করে। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা জানান প্রতিবারের মতো এবারেও উপজেলায় শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা পালন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ এস কে আব্দুল্লাহ আল সাঈদ জানান, আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত সদস্যরা সঠিক ভাবে দায়িত্ব পালন করায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ সুন্দর পরিবেশে বিভিন্ন এলাকায় প্রতিমা বিসর্জন শেষ হয়েছে।