জরীফ উদ্দীন:
দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ বহুজাতিক অভিবাসী সাংস্কৃতিক উৎসবে এই প্রথম যোগ দিচ্ছে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল। দলের অন্যতম শিল্পী হিসেবে যোগ দিতে আজ কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পরিচালক, উলিপুরের কৃতী সন্তান ও ভাওয়াইয়া ভাস্কর খ্যাত শিল্পী ভূপতি ভূষণ বর্মা। তাঁর সাথে দলে থাকছেন কুদ্দুস বয়াতী, ব্যান্ড লালন নিগার সুলতানা সুমি, নৃত্যশিল্পী সাদকিয়া ইসলাম মৌ ও ফারহানা খানসহ আরও অনেকে। দলের নেতৃত্ব দেবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও রাষ্ট্রদূত জুলফিকার রহমান।
আগামী ২৭ তারিখে বাংলাদেশ থেকে বিমান যোগে দক্ষিণ কোরিয়ার যাবেন। বিদেশের মাটিতে বাংলাদেশের কৃষ্টি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার ক্ষেত্রে এ দলটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার ছাংউয়ন ইয়ংজি কালচারাল পার্কে এ মাসের ২৯ তারিখে এ উৎসব শুরু হয়ে অক্টোবর মাসের ১ তারিখে শেষ হবে।