আব্দুল মালেকঃ
উলিপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং এবং সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসাবে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রেস ব্রিফিং করেন, জেলা তথ্য অফিসার মোঃ শাহাজাহান আলী। এ সময় তিনি সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনার মধ্যে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা।অনুষ্ঠানে এসব প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, উলিপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। পরে উপজেলা অডিটরিয়াম হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মর্তুজা আল মুঈদ, সাবেক এমপি আলহাজ¦ আমজাদ হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রমূখ।