আব্দুল মালেকঃ
উলিপুরে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ৩ শিশুসহ ২৩ জন আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, থেতরাই ইউনিয়নের সাতদরগার কেরামতের স্ত্রী মোমেনা (৮০), কিশোরপুর গ্রামের সুবাহানের স্ত্রী সুফিয়া বেগম (৩০), গুনাইগাছ ইউনিয়নের মহিদেব গ্রামের বছির উদ্দিনের পুত্র রুহান (১১ মাস), রাজবল্লভ গ্রামের শফিকুলের পুত্র রনি (৪), গুনাইগাছ গ্রামের মিজানুর রহমানের স্ত্রী লাভলী বেগম (২৮), দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর গ্রামের সবুজের কন্যা সোমাইয়া (১), তবকপুর ইউনিয়নের তবকপুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী নাছিমা বেগম (২৩), তবকপুর গ্রামের আবেদ আলীর স্ত্রী বেজিয়া বেগম (৬৫), উলিপুর পৌরসভার নারিকেল বাড়ী গ্রামের আব্দুল মজিদের পুত্র মাসুদ রানা (২০), হায়াৎখা গ্রামের নুরুজ্জামানের স্ত্রী আয়শা সিদ্দিকা (৫৫), উলিপুর গ্রামের হরিশ চন্দ্রের পুত্র হরেকান্ত (৫০), জোদ্দার পাড়া গ্রামের কানু সরকারের পুত্র স্বপন সরকার (৩০) সহ ২৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম সরদার জানান, ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।