নিউজ ডেস্কঃ
মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন, গণহত্যা, ধর্ষন, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে রঙ্গন এর আয়োজনে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর কয়ছার আলী, সমাজ সেবক মোজাম্মেল হক মনিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাবু দেব, রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির সভাপতি আপন আলমগীর, ‘রঙ্গনের সভাপতি শিমুল দেব, সাধারন সম্পাদক লিটন মিয়া, সদস্য আব্দুর রাজ্জাক, মাসুম করিম ও সাংবাদিক সুভাষ সাহা ভজন প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে রোহিঙ্গাদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানানো হয়। মানববন্ধনে বক্তরা শরণার্থী রোহিঙ্গা সম্প্রদায়কে আশ্রয় দেয়ার জন্য সরকার কে ধন্যবাদ জানান। সেই সাথে রোহিঙ্গা সম্প্রদায়ের উপর হত্যা নির্যাতন বন্ধের দাবি জানিয়ে জাতিসংঘর হস্তক্ষেপ কামনা করেন।