শামস্ তৌফিক নিশানঃ
উলিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪’শ ২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র আলহাজ এআরএম রাকিব উদ্দিনের প্রচেষ্টায়, সমাজসেবক সোহরাব আলী মোল্লার উদ্যোগে ও রংপুর জেলা সমিতি, ইন্ক, নিউইয়র্ক, ইউএসএ – এর অর্থায়নে উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব বন্যার্ত পরিবারের মাঝে সাড়ে ৪ কেজি চাল, ১ কেজি আলু, হাফ কেজি ডাল, হাফ কেজি লবন, হাফ লিটার সয়াবিন তেল, বিস্কুট ২ প্যাকেট, স্যালাইন ও ওষুধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বজরা এলকে আমিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবিব রানা, সোহরাব আলী মোল্লা, প্রভাষক নিমাই সিংহ, শাহীনুর আলমগীর, নোমান ফেরদৌস, ভারপ্রাপ্ত বজরা ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ, তারেকুজ্জামান তুমুল আমিন, প্রধান শিক্ষক জহুরুল হক, মঞ্জুরুল সরদার বাবু, রাকিবুল ইসলাম রুবেল, রফিকুল ইসলাম রফিক, বাবু দেব, রাশেদ খান মেমন, তারেক আসাদ বিন শেখ সৈকত,হাফিজুর রহমান সালমান, সোহাগ মিয়া প্রমূখ।