নিউজ ডেস্কঃ
রুপালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে উলিপুর ও চিলমারী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ আগস্ট রবিবার সকালে দূর্গম চর চরবাগুয়া, হকের চর, দক্ষিণ খাউরিয়া, বড় ভিটার চর, কাচকল ও হাটিথানা এলাকার ৭শ’ বন্যার্ত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন, আলু, চিনি, স্যালাইনসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক প্রধান কার্যালয়ের কর্মকর্তা আ ন ম রিয়াজুল হক, ট্রেজারী বিভাগের মোজাহার হোসেন, ঢাকা উত্তর শাখার পরেম মন্ডল, রংপুর শাখার মোজাহারুল ইসলাম, কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক মোঃ গোলাম ফারুক প্রমূখ।