আব্দুল মালেকঃ
ল্যাবএইড গ্রুপের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ রোববার উপজেলার বেগমগঞ্জ, সাহেবের আলগা ও হাতিয়া ইউনিয়নের এক হাজার পরিবারের প্রত্যেককে দেড় হাজার করে টাকা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারী মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, হাতিয়া ইউপি চেয়ারম্যান বি.এম আবুল হোসেন বিএসসি, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, ল্যাব এইড’র এজিএম কর্পোরেট কমিউনিকেশন সাইফুর রহমান লেনিন, কর্পোরেট রিলেশনশীপ ম্যানেজার মেসবাহ আযাদ, সিনিয়র ম্যানেজার অডিট শফিউল আজম খান, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের এসিস্টেন্ট রেজিস্টার জাহাঙ্গীর আলম, ল্যাবএইড’র কর্পোরেট কমিউনিকেশন মনিরুজ্জামান দিপু, মানিকুজ্জামান ইমন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আহসান হাবীব নীলু, হুমায়ুন কবির সূর্য্য, ফজলে ইলাহী স্বপন, ইউসুফ আলমগীর, নাজমুল হোসেন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইনের ছাত্র রেজা রহমান প্রমুখ।
ল্যাবএইড গ্রুপের ৯টি সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের ৩১ লাখ টাকা কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ২ হাজার বানভাসিদের বিতরণ করা হয়। এর মধ্যে উলিপুর উপজেলার ৩টি ইউনিয়নে ১ হাজার মানুষকে দেড় হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকা বিতরণ করা হয়।