নিউজ ডেস্কঃ
২৬শে আগস্ট রোজ শনিবার উলিপুর ডট কমের তৃতীয় ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উলিপুর ডট কমের সার্বিক ব্যবস্থাপনায় ও “খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন” – এর অর্থায়নে উলিপুর উপজেলার থেতরাই, দুর্গাপুর ও বুড়াবুড়ি ইউনিয়নে এবং কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ও মোগলবাসা ইউনিয়নে এই ত্রাণ কার্যক্রমটি পরিচালিত হয়। প্রায় ৬০০ টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
তিনটি দলে ভাগ হয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমটি সুচারুভাবে সম্পন্ন করা হয়। প্রথম দলটি থেতরাই ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন। সেখানে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আইয়ুব আলী সরকার। দ্বিতীয় দলটি ত্রাণ কার্যক্রম করেন যাত্রাপুর ও মোগলবাসা ইউনিয়নে। তৃতীয় দলটি বিতরণ করেন দুর্গাপুর ও বুড়াবুড়ি ইউনিয়নে।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল – চাল, ডাল, আলু, ভোজ্য তেল, লবণ, চিড়া, গুড়, লাইফবয় সাবান, স্যালাইন, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও দিয়াশলাই।
উলিপুর ডট কমের সিনিয়র সদস্য প্রভাষক রবিউল ইসলামের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষে জনাব মতিন সহ ৬ জন সদস্য, উলিপুর ডট কমের সহ-সম্পাদক মাহাবুবার রহমান, রিপোর্টার ওয়ারেস আলী, দীপন সিংহ, রানা, মুস্তাফিজুর রহমান, শামীম আল রেজা, প্রমুখ।
উল্লেখ্য, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় গত ১৮ই আগস্ট উলিপুর ডট কম নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করে এবং সমাজের সক্ষম শ্রেণীকে এগিয়ে আসার আহবান জানায়। সেই আহবানে সাড়া দিয়েছেন বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন” সাড়া দেয়ার ফলে তৃতীয় এই কার্যক্রমটি করা সম্ভব হল।
ছবিতে ত্রাণ বিতরণ কার্যক্রমের কিছু অংশঃ