ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ও এসকেবি স্টেইনলেস স্টিল এর উদ্যোগে উলিপুর ও চিলমারী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। গত বুধবার বন্যার্ত উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে ১৫০ জন, হাতিয়া ইউনিয়নে ১’শ জন, সাহেবের আলগা ইউনিয়নে ২’শ জন, ও চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নে ৩’শ জন সহ মোট সাড়ে ৭’শ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি’র সভাপতি এটিএন বাংলার চীফ রিপোর্টার কেরামত উল্যাহ বিপ্লব, বিশিষ্ট ফটো সাংবাদিক পাভেল রহমান, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম, এসকেবি স্টেইনলেস স্টিল’র প্রতিনিধি নাছির উদ্দিন ও সাংবাদিক মশিউর রহমান প্রমূখ।
পরে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির পক্ষে উলিপুর প্রেসক্লাব আজ শনিবার উপজেলার বজরা ইউনিয়নে সাদুয়া দামার হাট গ্রামে ১শ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, সিনিয়র সাংবাদিক আনিছুর রহমান মিয়াজী, শহিদুল আলম বাবুল, আব্দুল মালেক, আসলাম উদ্দিন, খালেক পারভেজ লালু প্রমূখ।
উল্লেখ্য, আগামী ২৮ আগষ্ট সাহেবের আলগা ইউনিয়নে ৩০ জন শিশুর খাদ্য সহ ২ শতাধিক পরিবারের মাঝে ত্রান ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।