নিউজ ডেস্কঃ
রাজারহাটে বন্যা দূর্গতদের দেখতে আগামী্কাল ২০ আগস্ট রোববার বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারহাট সফরে আসছেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উপজেলার সর্বত্রে সাজ সাজ রব বিরাজ করছে।
গত বুধবার রাতে প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই রাতেই কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ জাফর আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল এন্ড কলেজ মাঠে জেলা ও উপজেলা প্রশাসন এবং জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ছিনাই ইউপির খেলার মাঠ এবং রাজারহাট হ্যালিপ্যাড মাঠে অবতরণ পূর্বক মাঠ পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান, কুড়িগ্রাম জেলা প্রশাসক, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার, অফিসার ইনচার্জ রাজারহাট থানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান বলেন, আগামী ২০ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারহাট সফরে আসছেন, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রীর এই সফর অবহেলিত এই জনপদের মানুষের কল্যাণ বয়ে আনবে আশা করছি। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ শেষে জনসভায় তিনি বক্তব্য রাখবেন। সবমিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফর বানভাসি তথা অবহেলিত এই আপামর উপজেলাবাসী আশার আলো দেখছেন।
সূত্রঃ রাজারহাট বিডি ডট কম