শামস্ তৌফিক নিশানঃ
উলিপুর পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই সাথে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ১০ জন নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন – শেখ সরওয়ার্দী সরদার সজীব, প্রণয় সরকার প্রিতম, মনিরুল ইসলাম নয়ন, সৌভিক প্রসাদ পান্ডে কৌনিক, নাজমুল ইসলাম, মামুন সরকার পিয়াস, ওসমান গণি সরদার রতন, আব্দুর রাজ্জাক, সাইদুর রহমান ও রানা মিয়া।
উল্লেখ্য, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে উলিপুর উপজেলা প্রশাসন আয়োজিত শোক র্যালিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে। এর পরপরই ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ থেকে উলিপুর পৌর কমিটি বিলুপ্তি ও নেতাকর্মী বহিষ্কারের সিদ্ধান্ত এলো।