এ.এস.জুয়েলঃ
ঢাকা-কুড়িগ্রাম আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে আজ সকাল ১১ টায় কুড়িগ্রাম রেল স্টেশনে মানববন্ধন করেন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, গণকমিটির প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু, কালের কন্ঠের জেলা প্রতিনিধি আঃ খালেক ফারুক, গণকমিটির কুড়িগ্রাম জেলা সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি প্রভাষক আঃ কাদের, জামিউল ইসলাম বিদ্যুৎ, সুজা সরকার, কুড়িগ্রাম সরকারী কলেজ শাখার সাধারন সম্পাদক মেহেদি হাসান মুন্না, উলিপুর উপজেলা শাখার সভাপতি আপন আলমগীর প্রমুখ।
ঢাকা-কুড়িগ্রাম আন্ত:নগর ট্রেন চালু, দ্বিতীয় তিস্তা সেতুতে রেলপথ সংযোগ ও চলমান শাটল ট্রেনে বগির সংখ্যা বৃদ্ধির দাবী জানান বক্তারা। মানববন্ধন শেষে লালমনিরহাট অঞ্চলের ডিআরএম বরাবর স্মারকলিপি প্রদান করে গণকমিটির নেতা ও কর্মীরা।