নবশিখা সাহিত্য আড্ডা
সংকলন ও সম্পাদনায়ঃ জরীফ উদ্দীন
কৃষ্ণ কমল বর্মন,
বাঁচতে চাইলাম হাসি মুখে চেপে ধরলো জরা,
কোন বা কুলে জন্ম নিলাম দুখে জীবন ভরা।
Dipok Kumar Sarkar
কবিতা আর গল্প বেচে ভাত কিনতে চাই।
আছেন কোন বন্ধু
নিবেন একটা কবিতা?
নিয়মের বেড়াজালে যখন সময় থমকে যায়
কালো কালো মেঘ ধরে রাখে রোদের তীব্রতা
টিনের চালে বৃষ্টি পড়ার আর্তনাদ
অথচ হাড়িতে ভাত ফোটার শব্দ নেই
তেলাপোকার মনটাও বড় বিষন্ন
নিবেন এই গল্পটা?
Dipok Kumar Sarkar
তাতে হয়তো তেলাপোকার মনটা
খানিকটা প্রসন্ন হবে, গৃহস্থের নয়।
নাজমুল হোসাইন
নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না।
Dillur Rahaman
তুমি যদি ফিরিয়ে নাও মুখ আমি মিছে কেন পাব দুঃখ
ভরা বর্ষায়, আমি শুধু ভিজিব বরিষ ধায়ায়।
জরীফ উদ্দীন
তোমায় নিয়ে গল্প বোনা, স্বপ্ন করি চাষ
তোমায় নিয়ে জীবন যাপন জলমহলে বাস!
আকাশের কালো মেঘে পাণ্ডুর মুখটা হয় বিবর্ণ
চোখের সামনে খেলা করে তিন- তিনটে হলুদ বেনে-বৌ।
নূর-ই ফাতিমা
আপনি বলেন গল্প লেখা সহজ।
আমি বলি কল্পনাটাই খরচ।
আশরাফুল আলম
হতাশায় ঘুম নিয়েছে ছুটি ;
জোড়া লাগে না নয়ন দুটি;
এবার আমার হবে কিরে?
খোলা পথটাও বন্ধ!
যে দিকে তাকাই সেদিকে দেখি
কালক্ষেপনে পঙক্তি লিখি
আমায় ছেড়ে দে-রে
খুঁজি শান্তি আর আনন্দ!
মেহেদী হাসান
প্রভূকে শুধু করবে ভয় মানুষ কে নয়,
আগামী দিনে তোমার হবে জয় আর জয়।
Md Shipon Ahmed Himel .
দু লাইনেই যদি কবিতা হয়ে যায় !
তাহলে হৃদয়ের এত আবেগ লিখব কোথায়….
Jelly Akhter
অকারণেই হতে চেয়েছিলাম তোমার প্রিয়জন,
তখনই অনেক ভাল ছিলাম যখন ছিলাম সাধারণ জনগণ।
মেহেদী হাসান
অমাবর্স্যার আধারে পূর্নিমা গেছে ঢেকে,
জোৎস্না ছরবে হৃদয়ে অমাবর্স্যার আধার কাটলে।
রায়হান লাবিব
পুত-পবিত্র হৃদয়ে তোমার ছিল মুক্তির জয়গান
শহিদি রক্তে চরণ ধুয়ে কেড়ে নিলে বিশ্ব প্রাণ|
মেহেদী হাসান
যদি হবেই দুজনার বিরহ মিলন,
তবে মনে জেগেছিলো কেন এত স্বপন!
Islam Shakibul
ওরে, কেনো এত কষ্ট তোর
তোর জীবনে আসুক ভোর।।
Rj Robiul Alam Antor
বিরহকাল আমার অনাদরে জ্বলে….
ভাগ্যরেখা বরাবর মগডালে ঝুলে।
Redoane Nomani ;
ধর্মে আমি মোসলমান জাতে বাঙালি
কারো কাছে হতেও পারি প্রেমিক কাওয়ালী
Luna Ahmed
স্বপ্নের নোনাজলে কেঁদে উঠি বার বার,
আটকে আসে স্বর তবু সময় নেই কাঁদবার।
Sadikur Rahman
যুক্তির মিছিলে যাদের বাস
তারাই যুক্তিকে দেয় বাশ!
কবিতার ফেরিওয়ালা
শুন হে লতা,
তোমার সাথে ছিলো অনেক কথা।
Poet Nawshad Ali
কবিতা কবির চিতা
বন্ধুরে হোসনে ভীতা।
সাব্বির অর্ণব প্লাবন
দেওলের পিছে রেখে কেনো খোজ কর আড়ালে।
Asaduzzaman Linkon
আজ বারবার ডুবে যাই,
হারানো সেই স্মৃতির আঙ্গিনায়।
Emon Khan
ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে
ভালোবাসায় ভালোবেসে বেধে যে রাখে।।
MD Masum Billa
নাহি স্রোত, নাহি স্রোত,
বামনিতে করেছে পুকুর, করেছে অবরোধ।
Tomi Ami Dujone
কিছু রাতে আগুন জ্বলে
চোখে ঘৃনার তিব্রতা জমে।
রকি গৌড়ি
কালো রঙে শাদা হাসে,
সূর্যির ক্যাম্ভাসে।
Iqbal Yousuf
নবী অলি পীর দরবেশ ফকির সূফীগণ
খোদার প্রিয় পাত্র মিত্র, মোদের পরম ধন।
উত্তরা বাতায়ন পানে
হোক না…সোনার তরীতে তো আর কর্তার ঠাঁই হয় না
১০ টাকা দিয়েই নাহয় কিনব…!!! চলবে…??
রুদ্র সাজেদুল করিম
একবার যদি ভালোবাসো
আমি আবার বেচেঁ যাবো।
জরীফ উদ্দীন
বালিকা ওভাবে তাকিও না আমার পানে
একটু ফিরিয়ে নাও অন্যদিকে
তোমার চোখ আমার চোখ ভেদ করে
হৃতপিন্ডে আঘাত করে
আমি যে সইতে পারি না।
বালিকা ওভাবে হেস না
তোমার হাসির কারিশমায়
আমি মাতাল বনে যাই
খুব হিংসে হয়
কেউ বুঝি তোমাকে গ্রাস করবে
মেঘের আড়ে পাহাড় লুকানোরর মত।